সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজস্থলীতে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শামীমা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। সেই বাঙ্গালহালিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। আজ ৪ নভেম্বর সোমবার এই কলেজ ছাত্রী শামীমা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেই রাজস্থলী উপজেলার ৩ নং ওয়ার্ডের বাঙ্গালহালীয়া ইউনিয়নের মো. সাহেব আলী মেয়ে।
পরিবার সুত্রে জানান, আপন ফুপাত ভাই মো. নেছার এর সাথে বিবাহ হওয়ার কথা ছিল শামীমার। ওই এলাকার রানা নামে এক যুবক শামীমার সাথে ঠিক হওয়া বিবাহের পাত্রকে নানা রকম মিথ্যা কথা বলে শামীমার বিরুদ্ধে। পরে নেছার বিষয়টি নিয়ে শামীমার সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটি হলে। এক পর্যায়ে শামীমা বিষপান করে আত্মহত্যা করেন বলে জানান পরিবার সদস্যরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করেন।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি