সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজস্থলীতে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শামীমা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। সেই বাঙ্গালহালিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। আজ ৪ নভেম্বর সোমবার এই কলেজ ছাত্রী শামীমা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেই রাজস্থলী উপজেলার ৩ নং ওয়ার্ডের বাঙ্গালহালীয়া ইউনিয়নের মো. সাহেব আলী মেয়ে।
পরিবার সুত্রে জানান, আপন ফুপাত ভাই মো. নেছার এর সাথে বিবাহ হওয়ার কথা ছিল শামীমার। ওই এলাকার রানা নামে এক যুবক শামীমার সাথে ঠিক হওয়া বিবাহের পাত্রকে নানা রকম মিথ্যা কথা বলে শামীমার বিরুদ্ধে। পরে নেছার বিষয়টি নিয়ে শামীমার সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটি হলে। এক পর্যায়ে শামীমা বিষপান করে আত্মহত্যা করেন বলে জানান পরিবার সদস্যরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করেন।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান