রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বনভান্তে’র ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২ জানুয়ারী হতে রাঙামাটিতে ৭ দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি
বনভান্তে’র ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২ জানুয়ারী হতে রাঙামাটিতে ৭ দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি
রাঙামাটি :: যথাযোগ্য মর্যাদায় পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ১০১তম জন্মবার্ষিকী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রধান বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারে আগামী ২ জানুয়ারী হতে ৮ জানুয়ারী ২০২০ পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে আজ রবিবার ২৯ ডিসেম্বর বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, প্রকেীশলী বিরল বড়ুয়া, রোভার স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার, রাজ বন বিহারের সহ-সভাপতি দীপক খীসা, বিহারের নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে সভায় উপস্থাপন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আগত পূর্ণার্থীদের সুবিধার্থে আইন শৃংখলা বাহিনীকে সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যবস্থা গ্রহণ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইনশৃংখলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা, সুষ্ঠভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সেনিটারী লেট্রিনসমূহের দ্বারা বায়ু দুষণ এর বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপস্থিত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
তিনি (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সুস্থভাবে পরিচালনা করতে বনবিহারের কার্যনির্বাহী পরিষদকে জেলা পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।
অনুষ্ঠান সূচী :
অনুষ্ঠান সূচীর মধ্যে ২ জানুয়ারী পরমপূজ্য বনভন্তের জন্মস্থান মোরঘোনায় পূজ্য ভান্তের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান, ৩ জানুয়ারী ৫ দিন ব্যাপী সদ্ধর্মপুজা (ত্রিপিটক পুজা) উদ্বোধন, ত্রিপিটক গ্রস্থ মঞ্চে আনায়ন, প্রদীপ প্রজ্জলন ও ভিক্ষু সংঘ কর্তৃক ধম্মচক্র প্রবত্তন সূত্র পাঠের মাধ্যমে ৫দিনব্যাপী ধর্মপুজার উদ্বোধন, দানোৎসব, ধর্মীয় আলোচনাসভা, দুপুর ১টা ৩০মিনিটে রাজবনবিহার হতে ত্রিপিটক গ্রন্থসম্ভার, রাঙামাটি শহরে বুদ্ধমূর্তি ও শ্রাবক বুদ্ধ বনভান্তের প্রতিমূর্তি গাড়ী বহরে ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান’সহ ৩-৭ জানুয়ারী প্রতিদিন ত্রিপিটক পুজা ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ৭ জানুয়ারী শ্রমনদের উপসম্পাদনা প্রদান এবং ৮ জানুয়ারী পরমপূজ্য বনভন্তের ১০১তম জন্মদিন উদযাপন ও সন্ধ্যায় চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্ত হবে।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান