মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় » বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির মানবিক আবেদন জানিয়েছেন বেগম সেলিমা ইসলাম
বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির মানবিক আবেদন জানিয়েছেন বেগম সেলিমা ইসলাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ জানিয়ে তার উন্নত চিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির মানবিক আবেদন জানিয়েছেন তার বোন বেগম সেলিমা ইসলাম।
আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা।
বিকেল তিনটার দিকে হাসপাতালে যান বেগম জিয়ার বোন সেলিমা ইসলামসহ পরিবারের ৫ সদস্য। এসময় তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার জন্য বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম।
তিনি বলেন, বেগম জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি হাঁটতে পারছেন না। এক হাত বেঁকে গেছে। ডায়াবেটিস বেড়েছে। কারো সাহায্য ছাড়া তিনি ৫ মিনিটও দাঁড়াতে পারেন না।
তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে মুক্তি দেয়া উচিত। তাহলে আমরা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবো।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর