মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » কৃষি » নবীগঞ্জে গাছে গাছে আমের মুকুলের সুবাতাস
নবীগঞ্জে গাছে গাছে আমের মুকুলের সুবাতাস
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে শীতের শেষে প্রকৃতিতে এখন ফাগুন মাস আর বসন্তকাল। আম গাছ এখন মুকুলে ভরপুর। তাই বাতাসে বইছে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রায় সব বাড়ির আঙ্গিনা, বাগান ও নার্সারির গাছগুলোতে ভরপুর আমের মুকুল দেখা যাচ্ছে। আম গাছের ফুলন্ত মুকুলের সুবাস বাতাসে ছড়িয়ে দিচ্ছে চতুরদিকে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছগুলোতে আম ধরবে। এদিকে, আমের মুকুল ফুটার কারনে মৌমাছিরা ব্যস্ত মধু সংগ্রহে। অপরদিকে ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে বনে লাল রঙের ছোঁয়া লেগেছে। নানা রঙ্গের ফুলের সমারোহে প্রকৃতি যে বর্ণিল সাজে সাজ্জিত। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সকল গাছেই আমের মুকুল এসেছে খুব ভরপুরে। অল্প কিছুদিনের মধ্যে গুটি আম থেকে ছোট ছোট আম আসবে। আম গানের মালিকদের সাথে আলাপকালে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের মুকুল খুব বেশি দেখা যাচ্ছে। আশা করি এবার ভাল আমের ফলন পাওয়া য়াবে। তবে খনার বচন আছে যে বছর বেশি আমের মুকুল আসে সে বছর নাকি ঝড় তুফান বেশি হয়।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম এর সাথে কথা হলে তিনি বলেন, আম গাছ পরিচর্যা ও মুকুলকে পোকা- মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহারের পরামর্শ এবং আম চাষিদের উন্নত আম চাষ ও আমের বাগান তৈরির পরামর্শ দেবেন তিনি।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান