মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নেত্রকোনার সেই শিক্ষা কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি
নেত্রকোনার সেই শিক্ষা কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি
দুর্নীতির অভিযোগ তদন্তের পর নেত্রকোনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল আলীম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তার বদলির আদেশ আসে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই আদেশে মাসুদ করিমকে আগামী মঙ্গলবারের মধ্যে কর্মস্থল ত্যাগ করে রাঙামাটির লংগদু উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। নতুবা ওই আদেশ স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে। অন্যদিকে, লংগদু উপজেলার শিক্ষা অফিসার মো. আবুল হোসেনকে নেত্রকোনা সদরের শিক্ষা অফিসার হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় থেকে স্লিপ বরাদ্দের টাকা এবং বিভিন্ন উন্নয়ন কাজ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ ওঠে। করোনাকালে দেশের বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও তিনি শিক্ষকদের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। ওই আদেশ ১৫ জুনের মধ্যে কার্যকরের কথা বলেন; যা সরকারি কোনও আদেশ নয়। শিক্ষকদের প্রতিবাদের মুখে জেলা শিক্ষা অফিসারের নির্দেশে তিনি ওই আদেশ প্রত্যাহার করেন। এ নিয়েও গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ শাহীন বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমকে রাঙামাটির লংগদু উপজেলায় বদলি করা হয়েছে।’

      
      
      



    মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন    
    বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু    
    বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়    
    কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন    
    কাউখালীতে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন    
    পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে  গ্রেফতার-২