শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জহির হত্যাকান্ডের মূলহোতা রায়হানকে আটক করেছে র্যাব
উখিয়ায় জহির হত্যাকান্ডের মূলহোতা রায়হানকে আটক করেছে র্যাব
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর জহির হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত মো: রায়হানকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ১৮ জুন রাত ৯ টার দিকে রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকা থেকে রায়হানকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটক মো: রায়হান রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের নবী সুলতানের ছেলে।
জহির হত্যাকান্ডে নিয়মিত মামলা ১৫ তারিখ ১৮/৬/২০২০ ধারা- ৩০২/৩৪ এর এজাহারে প্রধান আসামী করে উখিয়া থানায় হস্তান্তর করার বিষয়টি র্যাবের পক্ষ থেকে বলা হলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার তখনো হস্তান্তর করা হয়নি বলে জানান।
এদিকে নিহতের স্বজনরা মো: রায়হান আটকের খবরে স্বস্তি প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে একই এলাকার জাফর আলমের ছেলে কামাল ড্রাইভার ও সিদ্দিক মিকারের ছেলে সাইফুল মিলে পরিকল্পিত ভাবে করেছে বলে নিহত জহির মৃত্যু পূর্ববর্তী ছেলেদের জানিয়ে গেছে। এ সময় তারা হত্যাকান্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, হত্যাকান্ডে জড়িত অপর দুই আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
উল্লেখ্য, গত ৩ জুন রত্নপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পালং গার্ডেন এলাকায় কোমল পানীয়ের সাথে এসিড মিশিয়ে জহির আহমদকে খাইয়ে দেন রায়হানসহ কয়েকজন। এ ঘটনার ১২ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরের মৃত্যু হয়।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩