শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বানের পানি কমলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ
বানের পানি কমলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ
সাইফুল মিলন গাইবান্ধা :: নদীর পানি কমতে থাকলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ, সাথে শুরু হয়েছে ভাঙ্গন আতংক।গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ব্রক্ষপুত্র নদের পানি বিপদসীমার ৭২ সে:মি: এবং ঘাঘট নদীর পানি ৩৬ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি কমতে শুরু করলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ।
গত আটদিন থেকে ঘরবাড়ি ছেড়ে বন্যাকবলিত মানুষ রেল লাইন, বাঁধ, উঁচু স্থান এবং আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। প্রকট আকার ধারন করেছে স্যানিটেশন সমস্যা। এছাড়া রয়েছে জ্বালানী সংকট।
গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই জনজীবনে হানা দেয় ভয়ংকর করোনা। এর উপর আবারও আগাম বন্যার আঘাতে চরম দুর্দশায় পড়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার মানুষ।
জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান, জেলার চার উপজেলার ২৬ টি ইউনিয়নের ৭৮ টি গ্রামের ১’লাখ ২৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে ৫’হাজার ২’শ জন মানুষ রয়েছে সরকারী আশ্রয় কেন্দ্রে। বানভাসী এসব মানুষের জন্য ইতোমধ্যে ১৩ লাখ টাকা ও ২’শ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
তবে বানভাসী অনেক মানুষের অভিযোগ ত্রান সহায়তা পৌছেনি তাদের কাছে।এদিকে পানি কমতে থাকায় বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙ্গন। চার উপজেলার বেশক’টি পয়েন্টে প্রতিদিনই একটু একটু করে ভাঙ্গতে শুরু করেছে।ফলে চরম আতংকে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান,ভাঙ্গন রোধে শীঘ্রই কাজ শুরু করবেন তারা।এছাড়া ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
একদিকে বন্যা সাথে রয়েছে করোনার ছোবল।বন্যার ফলে চারপাশের পরিবেশ করোনার ঝুঁকিসহ নানা রকম স্বাস্থ্য ঝঁকিতে ফেলতে পারে বৃহত জনগোষ্ঠীকে।
এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা.এবিএম আবু হানিফ জানান, স্বাস্থ্য ঝুঁকির কথা আমলে নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। পর্যক্ষেনে রয়েছে বন্যা কবলিত মানুষ।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ