মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিক খায়েরকে হুমকি : থানায় জিডি
সাংবাদিক খায়েরকে হুমকি : থানায় জিডি
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শুভ-প্রতিদিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে।
সাংবাদিক খায়ের এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার (১০আগষ্ট) রাতে বিশ্বনাথ থানায় একটি জিডি এন্ট্রি করেছেন, (জিডি নং ৪০৫)। সাংবাদিক খায়ের শুভপ্রতিদিন ছাড়াও যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস ইউকে, দৈনিক সমকাল পত্রিকা ও সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম’র বিশ্বনাথ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
জিডি এন্ট্রি সূত্রে জানা গেছে, গত রবিবার (৯আগষ্ট) সন্ধ্যায় বাসায় বসে প্রতিদিনের মতো পত্রিকায় সংবাদ পাঠাতে কম্পিউটারে কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৮৬৯-৮৩০০৮৬ নাম্বার মোবাইল থেকে তার (খায়েরের) ব্যবহৃত ০১৭১২-৩১৮৫৩১ নাম্বার মোবাইল ফোনে কল দেন। ফোন কলটি রিসিভ করার পর নিজের পরিচয় না দিয়ে সাংবাদিক খায়েরের পরিচয় জানতে চান এবং শুদ্ধ বাংলায় কথা বলেতে থাকেন।
এসময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর অজ্ঞাত ব্যক্তি তাকে ইমন সম্পর্কে জানতে চান। এসয় সাংবাদিক খায়ের ইমন নামে কাউকে চিনেন না জানালে প্রতি উত্তরে হুমকিদাতা কেন চিনবি না, তুইতো চিনিস, কেন জানবি না তুইতো জানিস এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন।
এসময় সাংবাদিক খায়ের মোবাইল নাম্বার ভালো করে দেখে ফোন করতে বলে ফোনকল কেটে দেন। এর ৫/৭মনিটি পর ওই অজ্ঞাতনামা ব্যক্তি একই নাম্বারে আবারও কল দিয়ে সাংবাদিক খায়েরকে দেখে নেয়ার হুমকি দেন। এসময় হুমকিদাতা বলেন ‘‘বেশি বাইড়া গেছোছ তো, রাগ করিস না, আমি তোকে দেখে নিব। তখন চিনবি আমি কে’’।
এব্যপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, সাংবাদি খায়েরের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।





শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ