মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » গুনীজন » দেশের মানুষ চিরদিন দেশপ্রেমিক যোদ্ধা সি.আর দত্তকে মনে রাখবে- সাইফুল হক
দেশের মানুষ চিরদিন দেশপ্রেমিক যোদ্ধা সি.আর দত্তকে মনে রাখবে- সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তাঁর এক সূর্য্য সন্তানকে হারিয়েছে। বর্ণাঢ্য পেশাগত জীবনের অধিকারী সি.আর দত্ত দেশের মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের প্রধান হিসেবে সাহসী ও গৌরবজনক ভূমিকা পালন করেন। যার স্বীকৃতি স্বাধীনতা পরবর্তী কালে তাঁকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে পেশাগত জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেক্টর কমান্ডার্স ফোরামের জ্যেষ্ঠ নেতা হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন বাংলাদেশ ও তার মুক্তিযুদ্ধের সাথে এই দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন একীভূত। এদেশের মানুষ চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে তিনি সি.আর দত্তের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু