সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » নারায়নগঞ্জে মসজিদে মর্মান্তিক মৃত্যু অবহেলা ও দায়িত্বহীনতাজনীত হত্যাকাণ্ড- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নারায়নগঞ্জে মসজিদে মর্মান্তিক মৃত্যু অবহেলা ও দায়িত্বহীনতাজনীত হত্যাকাণ্ড- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: আজ ৬ সেপ্টেম্বর রবিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় নারায়নগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে মর্মান্তিকভাবে হতাহতের ঘটনাকে অবহেলা দায়িত্বহীনতাজনীত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং বলা হয়েছে কাঠামোগত এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ীদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সভায় তিতাস গ্যাসের ঘুষখোর কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলা হয় এদের অবহেলার কারণে আরো অনেক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সভায় জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ধরনের দুর্ঘটনা রোধে কার্যকরি পদক্ষেপ নেবার দাবি জানানো হয়। সভায় আহতদের উপযুক্ত চিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারসমূহের পুনর্বাসনের দাবী করা হয়। রাজনৈতিক পরিষদের সভার শুরুতে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং নিহত আহতদের পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা এর প্রাণনাশের জন্য আক্রমনের ঘটনাকে রোমহর্ষক হিসাবে বর্ণনা করা হয় এবং নিন্দা জানিয়ে বলা হয় গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের জীবন যখন নিরাপদ নয় তখন দেশের মানুষের আর জীবনের নিরাপত্তা কোথায়। সভায় ইউএনও ও তার পিতার হামলাকারীদের উপযুক্ত বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
নিউ ইস্কাটনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর বাসায় তার সভাপতিত্বে দুইদিনব্যাপী এই সভা শুরু হয়েছে। সভায় রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আী দুলাল উপস্থিত আছেন।
সভার শুরুতে নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়