বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ
বিশ্বনাথে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের বাসিয়া নদীতে বাসিয়া নদী দখল ও দূষণ থেকে বাঁচাতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়ার দাবিতে নোঙর, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ ঘাটে বাসিয়া নদীতে বিভিন্ন রঙের কাগজের প্রতীকী নৌকা ভাসানো কর্মসূচি পালন করা হয়। উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাগজের নৌকা ভাসিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে ও ধ্রুবতারা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, নোঙর’র চেয়ারম্যান সুমন শামস।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, বাপা সিলেটের যুগ্ম-সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মাছুম ও সিলেটের ছাত্রকল্যাণ পরিষদের সমন্বয়কারী শাহ নাজিম উদ্দিন।
বিশ্বনাথে সৌরভ স্প্রোটিং ক্লাব কমিটি গঠন
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁও’র পুষ্প সৌরভ স্প্রোটিং ক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ইছাক আলী মেম্বারের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল ইসলাম, আব্দুল করিম, পুষ্প সৌরভ স্প্রোটিং ক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান,সাবেক ফুটবলার আব্দুল হাই আবুল প্রমুখ। সবার সর্বসম্মতিক্রমে সাইফউদ্দিন-কে টিম ম্যানেজার করে ৫৭ সদস্য বিশিষ্ঠ বিশ্বনাথেরগাঁও’র পুষ্প সৌরভ স্প্রোটিং ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, সিনিয়র সহ-সভাপতি আব্দুছ ছালাম, সহ-সভাপতি মখন মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না, দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দবির আহমদ, অর্থ সম্পাদক কয়েছ আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক নাঈমউদ্দিন,
আইন বিষয়ক সম্পাদক দিলশাদ আহমদ (১) সহ-আইন বিষয়ক সম্পাদক রাসেল আহমদ। ক্লাবের সদস্যরা হলেন জুবায়ের আহমদ, আক্তার হোসেন, নাছির উদ্দিন, ফয়েজ আহমদ, রানা আহমদ, জাকারিয়া, আলমগীর হোসেন, জাহেদ আহমদ (১) লুৎফুর রহমান, রুহেল আহাদ, রাজন আহমদ, সোহেব আহমদ, মুমিন (১) রুহুল আমীন, নানু মিয়া, আব্দুস সামাদ (১) জাহেদ আহমদ (২) সাহেদ আহমদ, লিলু মিয়া, আকিদ আহমদ, সজিব আহমদ, শিপন আহমদ, কাওছার আহমদ, দুলাল আহমদ, দিলশান আহমদ (২) মানিক মিয়া, সুলতান আহমদ, আব্দুল বাছিত, আবু বক্কর, সালমান আহমদ লায়েক, ধন মিয়া, আবু বক্কর শাহাদৎ, ফরিদ উদ্দিন, রাহিব আহমদ, মোহাম্মদ আলী, আমিন মিয়া,জুবেল আহমদ, রবিউল, নাহিদ উদ্দিন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো