বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আইনজীবিদের প্রতিবাদ সমাবেশ
গাইবান্ধায় আইনজীবিদের প্রতিবাদ সমাবেশ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: সাধারণ আইনজীবিদের ডিপিএস সুবিধা অব্যাহত রাখার দাবিসহ চার দফা দাবিতে আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাধারণ আইনজীবি পরিষদের উদ্যোগে জেলা বার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিবাদ সমাবেশের সভাপতি সিনিয়র আইনজীবি সিদ্দিক হোসেন সেলিম, অ্যাড. সুলতান আলী মন্ডল, নিরঞ্জন কুমার ঘোষ, সিরাজুল ইসলাম বাবু, সারওয়ার হোসেন বাবু, জাহাঙ্গীর হোসেন, পিযুষ কান্তি পাল, মিজানুর রহমান বাবু, শাহনেওয়াজ খান, নুরুল আমিন, আশরাফ আলী, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, মুরাদুজ্জামান রাব্বানী, এস.এম ফয়সাল হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাধারণ সভা ও কোন রকম আলোচনা ছাড়া দীর্ঘদিন থেকে জেলা বারের মাধ্যমে পরিচালিত হয়ে আসা সাধারণ আইনজীবিদের নামে ব্যাংকের ডিপিএস হিসাবের টাকা জমা বন্ধ করে দেয়া হয়। এছাড়া গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত নির্বাহী কমিটির মেয়াদ দু’বছর পার হয়ে চার বছর অতিক্রম করলেও নির্বাচন দেয়া হচ্ছেনা।
বক্তারা অবিলম্বে জেলা বারের ওকালতনামা, হাজিরা, জামিননামা, পিটিশনসহ বারের সকল আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে অনতিবিলম্বে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, উল্লেখিত দাবি সমূহ পুরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম ঘোষনা করেন।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ