বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » পুলিশী হেফাজতে মৃত্যু সম্পর্কিত রায় বিচার ব্যবস্থার জন্য মাইলফলক
পুলিশী হেফাজতে মৃত্যু সম্পর্কিত রায় বিচার ব্যবস্থার জন্য মাইলফলক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে আজ প্রদত্ত এক বিবৃতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কর্তৃক পুলিশী হেফাজতে মৃত্যু সম্পর্কিত রায়কে দেশের বিচার ব্যবস্থার জন্য ‘মাইলফলক ও যুগান্তকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং থানা হাজতে পিটিয়ে মেরে ফেলাকে ‘চরম মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করে গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালন করেছেন। সাড়ে ছয় বছর আগে রাজধানীর পল্লবীতে ইশতিয়াক হোসেনকে পল্লবী থানায় অত্যাচার করে মেরে ফেলার মর্মান্তিক ঘটনায় তিন পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও পুলিশের দুই সোর্সের ৭ বছর কারাদণ্ড প্রদান বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। বিবৃতিতে বলা হয়, থানা হাজতে পৈশাচিকভাবে হত্যার রায়ে আদালত কর্তৃক প্রদত্ত পর্যবেক্ষণও তাৎপর্যপূর্ণ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আদালতের এই গুরুত্বপূর্ণ রায়ের ফলে পুলিশী হেফাজতে অপরাপর মৃত্যু ও নির্যাতন-নিপীড়নের অসংখ্য হৃদয়বিদারক মানবাধিকারের চরম লংঘনের মত ঘটনাসমূহের উপযুক্ত বিচার পাওয়ার পথও খানিকটা প্রশস্ত হল। বিবৃতিতে বলা হয়, থানা হাজতে নির্যাতন-নিপীড়ন এখন এক সাধারণ ঘটনায় পর্যবসিত হয়েছে। এই পর্যন্ত গুরুতর এসব অপরাধের কোন দৃশ্যমান বিচার পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেনের মৃত্যু সংক্রান্ত আদালতের রায় যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিবেচনায় রাখেন তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে। পুলিশও মানবাধিকার লংঘনের মত ঘটনাসমূহ এড়িয়ে চলতে বাধ্য হবে।
রাজনৈতিক পরিষদের বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আদালতের এই রায়ের পথ ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের লাগাম টেনে ধরা হবে এবং প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হবে এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত আইনানুগ শাস্তি হবে।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর