শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি লাশকাটা ঘরে চুরি না বাটপারি
ঝালকাঠি লাশকাটা ঘরে চুরি না বাটপারি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির লাশকাটা ঘরের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে না চোরের উপর বাটপারি। মুতদেহ ময়না তদন্তের জন্য যাবতীয় যন্ত্রাংশ চাকু, চাপাতি, হাতুরী, কুড়াল, সেলাই কাজের সুতা, সূচ, ওজন মাপার মেশিনসহ সবই নিয়ে গেছে চোর চক্রটি। শুক্রবার দুপুরে একটি আত্মহত্যা করা লাশ পোষ্টমর্টেম করার জন্য আনা হলে ভিতরে প্রবেশ করে দেখতেপায় মালামাল কিছুই নাই। এমনটাই জানিয়েছে অমিত ডোম এবং পল্লব ডোম। এর আগে প্রায় পনের দিন পুর্বে একটি লাশ কেটে তারা ডোম ঘরে তালা মেরে রেখে যায়। এ থেকে বোঝা যাচ্ছে চুরির ঘটনাটি গত পনের দিনের মধ্যে যে কোন একদিন হয়েছে।
অপরদিকে মৃত স্বজনদের অভিযোগ,ঝালকাঠি লাশকাটা ঘরের ডোম অমিত ও পল্লব লাশ জিম্বি করে অতিরিক্ত টাকা আদায় করে। টাকা না দিলে তারা লাশের বডি সেলাই করেনা। প্রতি ময়নাতদন্তের লাশের সাথে তার অত্মিয় স্বজনরা থাকে তাদের কাছে প্রথমে ৩ হাজার,আবার ৭শ,আবার ১২শ এধরনের বায়না করে স্বজনদের কাছে থেকে হাতিয়ে নেয় ৫/৬ হাজার টাকা।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাফর আলী দেওয়ান বলেন, লাশ কাটা ঘর চুরির বিষয়টি ডোমের মাধ্যমে জানতে পেরে সিভিল সার্জন মহোদয়কে অবগত করেছি। সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন ডোমঘর চুরির ব্যাপারে আমরা খতিয়ে দেখছি। এদিকে লাশ কাটাঘরে চুরির ঘটনাকে ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন এলকাবাসী।





ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝালকাঠি টিটিসির সাফল্য : সারাদেশে তৃতীয় স্থান
ঝালকাঠিতে সাবেক যুবদল নেতার ওপর পরিচ্ছন্নতা কর্মীদের হামলা অভিযোগ
ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ
পঞ্চাশ বছর ধরে ভোগাচ্ছে একটি রাস্তা : কচুগাছ রোপণ করে শিক্ষার্থীদের প্রতিবাদ
পাঁচ শতাধিক ইয়াবাসহ দুই যুবক আটক করে ডিবি