শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে দুঃস্থ জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
ঝালকাঠিতে দুঃস্থ জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
গাজী মো. গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ২৫ জন জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্য ব্লাড গ্রুপিং নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় শহরের লঞ্জঘাট মোড়ে আনুষ্ঠানিক ভাবে এ ত্রাণ বিতরণ ও ব্লাড গ্রুপিং নির্ণয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক অসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো.লীয়াকত আলী তালুকদার, বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শ্রী স্বপন মূর্খাজী, যুগ্ল সাধারণ সম্পাদক তরুন কর্মর্কার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন খান সুরুজ, সার্বিক তত্বাবধায়নে ছিলেন সিটি ক্লাব ও পাঠাগারের সাবেক সভাপতি বাবু গৌতম সরকার বাবু, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুভাষ বিশ্বাস,যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন ফারুক হোসেন। এরপর বিনামূল্য ব্লাড গ্রুপিং নির্ণয় ও জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বক্তারা এই কার্যক্রম সম্পর্কে বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ অসীমাঞ্জলী ফাউন্ডেশনের মত এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। অসীম কুমারকে অনুসরণ করে ভবিষ্যতেও এমন মহৎ উদ্যোগ আরও অনেকেই গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





ঝালকাঠিতে ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ঝালকাঠিতে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
ঝালকাঠির নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার তীব্র নিন্দা
জোড়াতালিতে দাঁড়িয়ে আছে ঝালকাঠির বাসন্ডা সেতু
রাজাপুরে ছাত্রলীগ সভাপতির ঘরে আগুন
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো