বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুমারখালী থানায় সাংবাদিককে নির্যাতনের অভিযোগ
কুমারখালী থানায় সাংবাদিককে নির্যাতনের অভিযোগ
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালী থানায় পুলিশ হাজতে এক চিত্র সাংবাদিককে চোখ বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার ২৮ এপ্রিল দুপরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই চিত্র সাংবাদিকের নাম নাজমুস হাসিব। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ক্যামেরাপার্সন হিসেবে কুষ্টিয়ায় কর্মরত তিনি।
জানা গেছে, সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন হাসিবকে আটক করে ডিবি পুলিশ। পরে থানায় নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পুলিশ।
চিত্র সাংবাদিক নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধর করে। বর্তমানে তিনি কুমারখালী থানার হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কোনো সাংবাদিককে নির্যাতন করা হয়নি। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কুমারখালী থানায় সাংবাদিকরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে সাংবাদিক নেতারা জানান।





চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার
ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো