বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জের হাওড় থেকে বৃদ্ধার গলিত লাশ উদ্ধার
নবীগঞ্জের হাওড় থেকে বৃদ্ধার গলিত লাশ উদ্ধার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের জোয়াল ভাঙ্গা হাওড় থেকে মরতু বিবি ৮০ উর্ধ্ব মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সুত্রে জানা যায়, আজ ২৫ মে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ জানতে পারে উল্লেখিত স্থানে একটি অজ্ঞাত লাশ রয়েছে। তাৎক্ষনিক নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ এর নেতৃত্বে এসআই শামছুল ইসলামসহ একদল পুলিশ ওই স্থানে গিয়ে মানসিক ভারসাম্যহীন লাশটি উদ্ধার করেন। পরে খোঁজ নিয়ে জানা যায় উদ্ধারকৃত লাশটি ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার কন্যা মানসিক ভারসাম্যহীন মরতু বিবি ৮০ উর্ধ্ব এর লাশ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি ও সদ্য পদোন্নতীপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।
এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি ও সদ্য পদোন্নতীপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছে। কারো উপড় তার পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। ধারণা করা হচ্ছে প্রচন্ড রোধের মধ্যে মাজারে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।





বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী