সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের সবগুলি বাস টার্মিনাল আধুনিকায়ন করা হবে : পার্বত্য মন্ত্রী
বান্দরবানের সবগুলি বাস টার্মিনাল আধুনিকায়ন করা হবে : পার্বত্য মন্ত্রী
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন পর্যটক ও যাত্রীদের সুবিধার্থে পাহাড়ি জেলা বান্দরবানের সবগুলি বাস টার্মিনালকে আধুনিক ও সৌন্দর্য বর্ধন করা হবে। সোমবার সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, হাফেজঘোনায় অবস্থিত বান্দরবানের প্রধান বাস টার্মিনালে মাটি ভরাট করে একটি উন্নত মানের আধুনিক বাসটার্মিনাল হিসেবে নির্মাণ করা হবে। পাশাপাশি চালকরা যাতে রেস্ট করতে বাস টার্মিনাল ভবনের উপরে রেস্ট হাউজ এর মত করে ফ্লোর নির্মাণ করে দেওয়া হবে।
বাস মালিকদের হুঁশিয়ার করে মন্ত্রী আরো বলেন, বাসের মধ্যে কোন যাত্রী ও নারীদের নির্যাতন বা কোন রকম অনৈতিক কর্মকান্ড করা হলে চালকদের সাথে মালিকদেরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনালের ভবন নির্মাণ কাজ ও একই প্রকল্পের আওতায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনাল পাড়ায় ফুটব্রিজ ও সড়ক’সহ সর্বমোট ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ গুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত’সহ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান