সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের সবগুলি বাস টার্মিনাল আধুনিকায়ন করা হবে : পার্বত্য মন্ত্রী
বান্দরবানের সবগুলি বাস টার্মিনাল আধুনিকায়ন করা হবে : পার্বত্য মন্ত্রী
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন পর্যটক ও যাত্রীদের সুবিধার্থে পাহাড়ি জেলা বান্দরবানের সবগুলি বাস টার্মিনালকে আধুনিক ও সৌন্দর্য বর্ধন করা হবে। সোমবার সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, হাফেজঘোনায় অবস্থিত বান্দরবানের প্রধান বাস টার্মিনালে মাটি ভরাট করে একটি উন্নত মানের আধুনিক বাসটার্মিনাল হিসেবে নির্মাণ করা হবে। পাশাপাশি চালকরা যাতে রেস্ট করতে বাস টার্মিনাল ভবনের উপরে রেস্ট হাউজ এর মত করে ফ্লোর নির্মাণ করে দেওয়া হবে।
বাস মালিকদের হুঁশিয়ার করে মন্ত্রী আরো বলেন, বাসের মধ্যে কোন যাত্রী ও নারীদের নির্যাতন বা কোন রকম অনৈতিক কর্মকান্ড করা হলে চালকদের সাথে মালিকদেরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনালের ভবন নির্মাণ কাজ ও একই প্রকল্পের আওতায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনাল পাড়ায় ফুটব্রিজ ও সড়ক’সহ সর্বমোট ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ গুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত’সহ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা