সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে : কবি কাজী রোজী এম.পি
৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে : কবি কাজী রোজী এম.পি

ঢাকা প্রতিনিধি :: (৭মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মিঃ) ৭ মার্চ ঐতিহাসিক ‘বঙ্গবন্ধুর ভাষণ দিবস’- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ৭ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে ৷কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮ টায় সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ ৷
সকাল ৯টায় রাসেল স্কয়ার থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত র্যালী ও র্যালী শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজি৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সিনিয়র সহ সভাপতি, সাবেক সেনাপ্রধান লেঃ জেনাঃ (অবঃ) হারুন অর রশীদ বীর প্রতীক ৷ সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উল্লাহ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাহিত্য সম্পাদক নঈম মাশরেকী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম ও এস.এম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ ৷
আলোচনায় কবি কাজী রোজী এম.পি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মহান মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে ৷ এই দিনেই মূলত মুক্তিযুদ্ধ শুরু হয় ৷ তিনি বলেন, ৭ মার্চের ভাষণ তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে উদ্বুদ্ধ করে৷
সাবেক সেনাপ্রধান লেঃ জেনাঃ (অবঃ) হারুন অর রশীদ বীর প্রতীক বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মুক্তির সংগ্রামের এক অবিস্মরণীয় দিন ৷ এ দিনে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন ৷
সভাপতির বক্তব্য লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হওয়া উচিত ছিল ৷ কারণ এ দিন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ৷ তিনি ৭ মার্চের ভাষণ দেশের সকল স্তরে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী করেন ৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা