সোমবার ● ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড
বিশ্বনাথে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের অভিযানে বিশ্বনাথ পৌর এলাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি ও সরকারের নির্দেশ অমান্য করায় ৮টি ভিন্ন মামলায় ৮ হাজার ২শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় সরকারী নির্দেশনা অমান্য করে সিএনজি স্ট্যান্ড পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮সিএনজি আটক করা হয়।
মাক্স বিহীন ড্রাইভাররা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেলে গাড়ি গুলো জব্দ করে বিশ্বনাথ থানা হেফাজতে রাখা হয়।
বিশ্বনাথ উপজেলার পৌর প্রশাসক ইউএনও সুমন চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে সিএনজি স্ট্যান্ডের প্রতিনিধিগণ সিএনজি গুলো ছাড়িয়ে নেয়ার অনুরোধ করলে প্রশাসন থেকে তাদের পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক। এসময় পৌর প্রশাসকের পক্ষে স্বাস্থ্য বিধি মেনে চলে পরিবার ও দেশকে সুরক্ষিত রাখার আহবান জানানো হয়।





শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন