শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উদযাপন
ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উদযাপন
জুরাছড়ি :: আজ শুক্রবার জুরাছড়ি উপজেলার ২ নং বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুভলং শাখাবনবিহার থেকে আগত শ্রীমৎ আর্য্যনন্দ মহাস্থবির ভন্তে সহ ভিক্ষু সংঘ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সহ বিভিন্ন দুরদুরান্ত থেকে অংশগ্রহণ কৃত পূণ্যার্থীবৃন্দ।
এতে দুইটি পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে বুদ্ধ মুর্তিদান, সংঘদান অষ্টপরিস্কার দান, পিন্ড দান সহ এবং বিকালে কঠিন চীবরসহ নানা পূন্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধনী সংগীতের মাধ্যমে উক্ত পূণ্যানুষ্ঠানের সূচনা হয়। এসময় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন প্রাক্তন শিক্ষক বিজয় লক্ষী চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন ধামাইপাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মৃদুলকান্তি চাকমা এসময় আরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা এবং জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা প্রমুখ।জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা বলেন, বিহার উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
সদ্ধর্ম দেশনা প্রদান করেন, সকালে শ্রীমৎ বিনয়শ্রী ভন্তে এবং শ্রীমৎ মৈত্রী তিষ্য ভান্তে এবং বিকালে শ্রীমৎ আর্য্যনন্দ মহাস্থবির ভন্তে।
এসময় বৌদ্ধ ভিক্ষুরা শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি কুশল কর্ম করার সদপোদেশ প্রদান করেন।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা