মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে মামলা
ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে মামলা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র হাজী আব্দুর রব বাদী হয়ে প্রতিপক্ষের ৪ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং-৯ তারিখ : ৯ নভেম্বর-২০২১ ইংরেজি।
অভিযুক্তরা হলেন : সাতপাড়া গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে লালা মিয়া (৪৫), মৃত মদরিছ আলীর ছেলে নূর আহমদ (৩৮), মৃত হাজী আকরম আলীর ছেলে হাবিবুর রহমান (৫০) ও ফজর আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)।
মামলার এজাহারে বাদী হাজী আব্দুর রব উল্লেখ করেন, বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বাদী।
পূর্ব বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর দিবাগত রাতে অভিযুক্তরা বাদীর মালিকানাধীন ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বাদীর প্রায় ৪৫ মন মাছ মেরে ফেলে। এতে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানু ব্যবস্থা গ্রহন করা হবে।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান