মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়াতে চোলাই মদ পাচারকালে আটক-২
বাঙ্গালহালিয়াতে চোলাই মদ পাচারকালে আটক-২
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার গতকাল ৮ নভেম্বর চন্দ্রঘোনা থানাধীন ৩ নং বাঙ্গালাহালিয়া ইউপিতে কুতুরিয়া পাড়া গ্রামের সিনেমা হল নামক স্থানে রাঙামাটি থেকে বান্দরবানগামী পাঁকা সড়কের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করিয়া বেলা আড়াইটায় জয় দাশ (৩১), পিতা- অরুন দাশ ঠিকানা- গ্রাম-কোদালা, ডাকঘর -চা বাগান-৪৩৬১, থানা -রাঙ্গুনীয়া,চট্টগ্রাম (২) মো. পারভেজ আলম (২৬), পিতা-মো. হাসান ঠিকানা- দোভাষী বাজার,৮ নং ওয়ার্ড,১১ নং কদমতলী ইউনিয়ন পরিষদের সাং- আবু মেম্বারের ঘাটা, বনগ্রাম, ১১ নং কদমতলী ইউনিয়ন পরিষদ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম দুটো সাদা প্লাস্টিকের বস্তায় ২৫ লিটার করিয়া ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদের আটক করে পুলিশ।
এসময় অপরজন পালিয়ে যায়।
বাঙালহালিয়া এলাকার বাংলা চোলাই মদসহ পাশাপাশি গাজা ইয়াবা মাদক বেপরোয়া ব্যবসায় চলছে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয়রা বলেন, যদি এলাকায় মাদক ব্যবসায় বন্ধ করা না গেলে ভবিষ্যৎ যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
সংশ্লিষ্ট প্রশাসন কাছে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া জন্য এলাকায়বাসী দাবী। যুব সমাজকে মাদক হতে বাঁচান।
এসব মাদক বিভিন্ন স্থানের ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মাদক ব্যবসায়িক গড ফাদারকে চিহ্নিত করে আইনের কাছে সোর্পদ করুন। এরা ধরা ছোয়া বাইরে রয়েছে কেন ? মাদক মুক্ত সমাজ গড়তে চাই। মাদককার্বারী চিহ্নিত করে আইন শৃংখলার বাহিনীকে খবর দিন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়