রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার নেতৃত্বে বাঙালী এখন স্বনির্ভর জাতি :শফিকুর রহমান চৌধুরী
শেখ হাসিনার নেতৃত্বে বাঙালী এখন স্বনির্ভর জাতি :শফিকুর রহমান চৌধুরী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননত্রেী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালী এখন স্বনির্ভর জাতিতে রুপান্তরিত হয়েছে ৷ একারণেই নিজেদের টাকায় বাংলাদেশ এখন নির্মান করতে পারছে পদ্মা সেতু৷ বিদ্যুত্-এর আলোয় একের পর এক গ্রাম আলোকিত হচ্ছে ৷ ফলে সৃষ্টি বেকার যুব সমাজের কর্মসংস্থান ৷ সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষরা পাচ্ছেন নিজেদের প্রাপ্য অধিকার ৷ জাতিকে কলঙ্কমুক্ত করতে ৭১’র যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করছে সরকার ৷ তিনি আরোও বলেন, সুন্দর সমাজ বির্নিমানের জন্য আমাদের সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে ৷ এতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে পালন করতে হবে গুরম্নত্বপূর্ন ভূমিকা ৷
তিনি শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামে প্রায় ২৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রায় ২.৩৯২ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্বোধন এবং জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷ এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল জালাল’র পক্ষ থেকে প্রত্যেক শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয় ৷ নতুন বিদ্যুতায়ন কাজের উদ্বোধনের ফলে গ্রামের নতুন আরও ২৩৯টি পরিবার বিদ্যুত্ সেবার আওতায় আসল ৷
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল জালাল’র সভাপতিত্বে এবং স্থানীয় ইউপি সদস্য নূরুল হক ও উপজেলা যুবলীগ নেতা আবদুল আজিজ সুমন’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, পল্লী বিদ্যুত্ সমিতির বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশিী কান্ত পাল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ে শিক্ষার্থী ফাহিম আহমদ, গীতা পাঠ করেন তীব্র দাশ ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শিল্পী রাণী পাল ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, পল্লী বিদ্যুত সমিতির এজিএমকম মাহমুদুল হাসান, ডাইরেক্টর অজিত কুমার পাল, যুক্তরাজ্য প্রবাসী আফরোজ আলী ও গ্রামের মুরব্বী রজিব উল্লা প্রমুখ।





পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার