রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে পুকুরে চিংড়ি চাষ করে সফল মধু মিয়া
বিশ্বনাথে পুকুরে চিংড়ি চাষ করে সফল মধু মিয়া

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো বাড়ির পুকুরে অন্যান্য মাছের সঙ্গে একই খরচে গলদা চিংড়ি চাষ করে সফল হয়েছেন উদ্যোমী যুবক মধু মিয়া ৷ মত্স্য চাষীদের জন্য অন্য মাছ চাষের সঙ্গে বাড়তি খরচ ছাড়াই চিংড়ি চাষ করে অধিক মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি করেছেন তিনি ৷ মত্স্য চাষে সাফল্যের স্বাক্ষর রেখে ইতিপূর্বে ‘সফল চাষী’ পদকও লাভ করেন তিনি ৷
২০১৩ সালে রুই জাতিয় মাছের রেণু পোনা চাষের মাধ্যমে উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের মধু মিয়ার মত্স্য চাষ শুরম্ন৷ ‘জিহাদ’ ফিসারি নামে শুরম্ন হয় খামারের যাত্রা ৷ রেণু চাষে লাভমান হওয়ায় ধীরে ধীরে তিনি বাড়ির পার্শবর্তী নীচু জমিতে শুরু করেন নানা জাতের মাছের চাষ ৷ বাদ পড়েনি তার বাড়ির পুকুরও৷ ২০১৫ সালের জুলাই মাসে তার বাড়ির পুকুরে (২০ শতক জায়গা) ২৪শ টাকার রুই জাতিয় ১২শ মাছের পোনার চাষ শুরু করেন ৷ পরে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মণ চন্দ্র বণিকের অনুপ্রেরণায় চিংড়ি চাষের উপর ট্রেনিং নিয়ে ওই পুকুরেই রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, গানিয়, বিগ্রেড, পুটি, টেংরা মাছের সঙ্গে গলদা চিংড়ি চাষের সিন্ধান্ত নেন ৷ সে অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে সিলেটের গোলাপগঞ্জ সরকারী হ্যাচারী থেকে ৩টাকা ধরে ৫হাজার গলদা চিংড়ির পোণা (জুবেনাইল) ক্রয় করেন ৷ শুরু হয় একই পুকুরে সাদা মাছের সঙ্গে গলদা’র চাষ৷ সাদা মাছের জন্যে দেয়া খাবারেই বেড়ে ওঠে চিংড়ি৷ চিংড়ির জন্য বাড়তি খাবারের প্রয়োজন পড়েনি ৷ ওই পুকুর থেকে চলতি বছরে তিন ধাপে ১ লক্ষ ৬শ টাকার রুই জাতিয় মাছ বিক্রি করেন তিনি৷ পাশাপশি গত ৭ মাসে বিক্রি উপযোগী হয় গলদা চিংড়ি৷ শুক্রবার সেচ দিয়ে প্রায় ১৭০ কেজি চিংড়ি পাওয়া যায় পুকুরে ৷ ৫০০ টাকা কেজি ধরে যার বাজার মূল্য ৮৫ হাজার টাকা৷ চিংড়ি চাষে কোন খরচ না হওয়ায় পুঁজি বাদে ৭০ হাজার টাকা বাড়তি মুনাফা করেন তিনি ৷

মধু মিয়া সাংবাদিকদের জানান, চিংড়ি চাষে আগ্রহ ছিলনা৷ উপজেলা মত্স্য কর্মকর্তাই আমাকে প্রেরণা দেন৷ মিশ্র চাষ হওয়ায় একই খরচ, কম প্ররিশ্রম ও অল্প সময়ে গলদা চিংড়ি বিক্রি উপযোগী হয় ৷ আমার ধারণা, একক ভাবে এ চিংড়ির চাষ করলে ৫ গুণ মুনাফা করা সম্ভব ৷
এব্যাপারে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, বিশ্বনাথের প্রথম সফল চিংড়ি চাষী মধু মিয়া একই পুকুরে মিশ্র মাছের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ মিশ্র চাষে চিংড়ি রাখলে আলাদা খাবারের প্রয়োজন হয় না ৷ তাই অন্য চাষীরাও একই ভাবে চিংড়ি চাষ করে বাড়তি মুনাফা লাভ করতে পারেন ৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত