রবিবার ● ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুবর্ণচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
সুবর্ণচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :: নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা আক্তারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ৩০ জানুয়ারী ইউনিয়নের সমিতির বাজারে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় চশমা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, গত ২৫ জানুয়ারী তিনি চশমা প্রতিক পেয়ে নির্বাচনী প্রচারণা চালু করতে চাইলেও বর্তমান চেয়ারম্যান এবং নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. তরিকুল ইসলাম তাকে এবং তার কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এছাড়াও গত ২৬ জানুয়ারী লিপলেট প্রচার করতে গেলে নাছিমা আক্তারের ছেলেসহ কর্মীদের মারধর করেন নৌকা প্রার্থীর কর্মী মো. জাফর, মো. ইকবাল, আব্দুর রহীম, নোমান, মনির, নবী (নবী মেম্বার) ও আমিনুল হকসহ নৌকা মার্কা কর্মীরা।
এবিষয়ে নাছিমা আক্তার জানান, তিনি উপজেলা নির্বাচন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনকে অবহিত করলেও তারা এবিষয়ে কোন পদক্ষেপ নেননি। উল্লেখ্য নাছিমা আক্তার ইউনিয়নের সংরক্ষিত সাবেক মহিলা মেম্বার ছিলেন। মেম্বার থাকাকালিন তিনি চেয়ারম্যান তরিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দাখিল করলে দুদক মামলাটি আমলে নেন। এ পরিপেক্ষিতে তরিকুল ইসলামসহ তার কর্মীরা নাছিমার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে বলে অভিযোগ নাছিমার।
তবে এবিষয়ে তরিকুল ইসলাম প্রতিবেদককে মুঠোফোনে অভিযোগটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, লিপলেট বিতরনের সময় তার কর্মীদের সাথে বাকবিতা হয়েছে তবে প্রচারনায় বাধা দেয়া হয়নি।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা