বৃহস্পতিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাশিয়া কর্তৃক ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসী তৎপরতা স্বাধীন দেশসমূহের সার্বভৌমত্বের পরিপন্থী। এইচ্ছা হামলা পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী ন্যাটো জোটের তৎপরতাকে আরও বিস্তৃত করার ক্ষেত্র তৈরী করবে; যা রাশিয়াসহ গোটা ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্বকেই বরং আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবে। তিনি বলেন , ইউক্রেনে রাশিয়ার এই সামরিক হামলা দুনিয়ার শান্তিকামী মানুষকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।রাশিয়ার এই সামরিক অভিযান প্রলম্বিত হলে তা ইউক্রেনে যেমন মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, তেমনি গোটা ইউরোপজুড়ে যুদ্ধ উন্মাদনাও বাড়িয়ে দিতে পারে ; বড় যুদ্ধের আশংকাও একেবারে উড়িয়ে দেয়া যায় না।
বিবৃতিতে তিনি অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই সামরিক হামলা বন্ধ করার আহবান জানিয়েছেন। সামরিক অভিযান বন্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, কুটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা করে ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটো জোটের সম্প্রসারণসহ রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত সমস্যাদিরও সমাধান করা সম্ভব।
তিনি বলেন, নিজেদের নিরাপত্তার কথা বলে যেভাবে ইউক্রেন আক্রমণ করা হয়েছে তা রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে না।
তিনি উল্লেখ করেন, প্রত্যেক দেশেরই স্বাধীনভাবে নিজেদের সম্পর্কে সিদ্ধান্ত নেবার স্বীকৃত অধিকার রয়েছে।কোন অজুহাতে তা খর্ব করা চলেনা।
তিনি বলপ্রয়োগে ইউক্রেনকে পক্ষে রাখার নীতি কৌশল পরিহার করে রাজনৈতিক ও কুটনৈতিক পন্থায় এই সংকট উত্তরণের আহবান জানান।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস