শনিবার ● ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের আধিপত্য বিস্তার নিয়ে পিসিজেএসএস-মূল দলের উনুমংকে গুলি করে হত্যা
পাহাড়ের আধিপত্য বিস্তার নিয়ে পিসিজেএসএস-মূল দলের উনুমংকে গুলি করে হত্যা
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মূল) এর সশস্ত্র গ্রুপের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার ৫ মার্চ দুপুরে জেলার রোয়াংছড়ি উপজেলার তলুকদার পাড়ার কাছে নয়াপাড়া এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উনুমং মারমা (৪৫)। নিহত ব্যক্তি (পিসিজেএসএস) মূল দলের সশস্ত্র গ্রুপের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রোয়াংছড়ির উপজেলার তালুকদার পাড়া এলাকার নয়াপাড়ার কাছে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসীরা উনুমংকে লক্ষ্য করে গুলি করার পর তার লাশ নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে রওনা দিয়েছেন।
এই ঘটনার পরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, রোয়াংছড়িতে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন