রবিবার ● ১২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যুবকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
বান্দরবানে যুবকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে শহরের বালাঘাটা এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ১১ জুন সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা পূর্ব মুসলিমপাড়ায় নিজ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন (১৮)। নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি ওই এলাকার চড়ুইপাড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বছরখানেক আগে আমার ছোটভাই পরিবারের অসম্মতিতে বালাঘাটার রুবি আক্তারকে প্রেম করে বিয়ে করে। তার পর থেকে শ্বশুরবাড়িতে পার্শ^বর্তী পূর্ব মুসলিমপাড়ায় থাকত। সকালে তার মৃত্যুর খবর শুনে এসে দেখি খাটের ওপরে লাশ পড়ে আছে। গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম পিপিএম বলেন, বাড়ির ভিতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি