শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা বিরুদ্ধে ঘোড়াঘাটে ছাত্রলীগের মানববন্ধন
সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা বিরুদ্ধে ঘোড়াঘাটে ছাত্রলীগের মানববন্ধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগষ্ট) বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে হিলি রোডে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বান্যারে আয়োজিত মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পালশা ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নিরুপ কুমার সাহা, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর ইসলাম জালু, সিংড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান হীরক, যুবলীগ নেতা আরিফ প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ রিমন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম রনি, আদিবাসী নেতা চিত্তরঞ্জন পাহান, জজ হেম্রম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৩০ জুলাই শনিবার এমপি শিবলী সাদিক ও তাঁর চাচা দেলোয়ার হোসেন সহ তার পরিবারকে রাজনৈতিক ভাবে একটি মহলের চক্রান্তে হেয় পতিপন্ন করার জন্য কয়েকজন আদিবাসীকে দিয়ে দিনাজপুর প্রেসক্লাবে জমি জবর দখলের মিথ্যা অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করানো হয় যা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরকম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার জন্য বক্তারা মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২ নং পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন।





মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার