শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ : শফিক চৌধুরী
শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ : শফিক চৌধুরী
 বিশ্বনাথ প্রতিনিধি  :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে শিক্ষার আলোয় আলোকত হচ্ছে বাংলাদেশ।
শিক্ষাখ্যাতের মতো সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে। তিনি আরো বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীরা বই ক্রয় করা অভাবে ও টাকার অভাবে যাতে লেখাপড়া করা থেকে বঞ্চিত না সেই লক্ষ্যেই শিক্ষার উন্নয়নের জন্য সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করার পাশাপাশি প্রদান করা হচ্ছে উপবৃত্তি।
তিনি শনিবার ৩১ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ষ্টেশন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত প্রাথমিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বৃত্তি পরীক্ষায় বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার জেরিন ১ম, জয়নগর বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দীপিকা রাণী দাস ২য় ও চন্দ্রগ্রাম বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুভশ্রী দত্ত ঝরা ৩য় স্থান অধিকার করে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের আরো ১৮ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করে।
ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক শায়েস্থা মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর ও যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল হালিম।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুর রব রাজু মেম্বার, শিক্ষক সোহেল মিয়া, আব্দুস শহিদ, ট্রাস্টের ট্রাস্টী শামীম আহমদ, ইরন মিয়া, আবুল বশর প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ফুল ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

      
      
      



    প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে    
    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো    
    দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়    
    বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন    
    বাজুস এর নতুন সহ-সভাপতি  হলেন  ইকবাল হোসেন চৌধুরী