বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র অফিসার্স এসোসিয়েশনের কমিটির অভিষেক
রাবিপ্রবি’র অফিসার্স এসোসিয়েশনের কমিটির অভিষেক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি)অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৩ রাবিপ্রবি’র দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে সোমবার অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, সহকারী প্রক্টর ও নির্বাচন কমিশনার সূচনা আখতার ও ড. নিখিল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার জুয়েল সিকদার।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর নবগঠিত অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এসোসিয়েশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি এসোসিয়েশনের সকলকে গঠনতন্ত্র অনুযায়ী তথা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে একতাবদ্ধ থেকে কাজ করার জন্য উৎসাহিত করেন। যাতে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে অফিসার্স এসোসিয়েশন অগ্রনী ভূমিকা পালন করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হয়।
এছাড়াও বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবগঠিত অফিসার্স এসোসিয়শনের সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারি রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়