মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্রগ্রাম পাহাড়তলী অাওয়ামীলীগের নিবার্চন পুর্ব প্রস্তুতি সভা
চট্রগ্রাম পাহাড়তলী অাওয়ামীলীগের নিবার্চন পুর্ব প্রস্তুতি সভা

রাউজান প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৫০মিঃ) চট্রগ্রাম জেলার রাউজান উপজেলায় অাগামী ৭মে ইউনিয়ন নিবার্চনকে সামনে রেখে চট্রগ্রাম পাহাড়তলী অাওয়ামীলীগের নিবার্চন পুর্ব প্রস্তুতি সভা অায়শা ক্লাবে অনুষ্ঠিত হয়। ৫ এপ্রিল মঙ্গলবার অালোচনায় সভায় বক্তারা বলেন উন্নয়ন অগ্র-অধিকার মধ্য দিয়ে একটি সুস্থ্য নিবার্চন করে রোকনকে নিবার্চত করে এবিএম ফজলে করিম এর যোগ্য একজন চেয়ারম্যান গড়ে তুলতে হবে, সভায় পাহাড়তলী ইউনিয়নের পুঙ্গান বাবে নুর নবীকে সভাপতি করা হয়, এবং রোকনকে ইউনিয়ন অাওয়ামীলীগের একজন সদ্যস করেন।
এ সময় বক্তব্য রাখেন মো: অালী, নুর নবী, দোস্ত মোহাম্মদ খান, তপণ ষৃণ ঘোষ, দেব মিত্ত বড়ুয়া মাইকেল, ইলিয়াছ চোধুরী, অামির হোসেন, বেলাল, সেকান্দার, সুজন, বাসু ঘোষ,রোকন,সালাউদ্দীন, রাসেল, সুমন, নঈম উদ্দীন চৌধুরী,
সহ- অাওয়ামীলীগ, যুবলীগ ও ছাএলীগ নেতাকর্মীরা।
অালোচনা শেষে একটি অানন্দ মিছিল বের করা হয়।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা