 
       
  শনিবার ● ১৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডা: জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিদেশী বন্ধু অভিজিৎ মজুমদারের স্মৃতি কথা
ডা: জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিদেশী বন্ধু অভিজিৎ মজুমদারের স্মৃতি কথা
 বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অভিজিৎ মজুমদার ।
 বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অভিজিৎ মজুমদার ।
অভিজিৎ মজুমদার  তিনি তার স্মৃতি কথায় লিখেছেন : ডা: জাফরুল্লাহ চৌধুরীকে আমি  কিছুটা সম্ভ্রম মিশ্রিত দূরত্ব থেকে প্রথম  দেখি লন্ডনে BBC বাংলা বিভাগে একটি রেডিও টকের সুবাদে। ১৯৯৬ সাল। আমি তখন King Streetর Bush House এর ঐ বিভাগে দিনমজুরিতে শিক্ষানবিশি করি। তখনই প্রথম বাঙালী সহকর্মীদের কাছে গণস্বাস্থ্য কেন্দ্রের খবর জানতে পারি। পরবর্তীতে ডা: স্বপনদার সূত্রে তিনি শিলিগুড়িতে জনস্বাস্থ্য সেমিনারে আসেন।
তখন আমার পুরোনো টিনের চালার ঘরে একই বিছানার আমরা কয়েকটা রাত কাটিয়েছি। একদিন সকালে ঘুম ভাঙতে দেখি উনি হাতে ভর দিয়ে পাশ ফিরে আমাকে গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করছেন। কেন আজও জানিনা।
আলোচনা সভায় ডা: জাফরুল্লাহ চৌধুরীর বলেছিলেন  বাংলাদেশের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার শিকড়ে রয়েছে পানি আর পায়খানা।
একথা আমি জীবনে ভুলবো না।
বিগত শতকের নয়ের দশকের শেষে সমাজসেবী সংস্থা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমন্ত্রণে গণস্বাস্থ্য সংক্রান্ত আলোচনা সভায় ডা: চৌধুরীর সাবলীল ও সহজবোধ্য ভাষার বক্তব্য আমাদের গভীরভাবে প্রাণিত করেছিল।
এরপর ২০১৭ সালে ঢাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে পুনর্বার সাক্ষাতে উনি আবার শিলিগুড়িতে আসতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার পর ডা: জাফরুল্লাহ চৌধুরীর সাথে শেষ বারের মত দেখা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস এ ২০২৩ সালে ঢাকায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কমরেড ডা: জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এ দশম কংগ্রেসের মধ্যমনি উদ্ধবোধক।
অভিজিৎ মজুমদার ভারত থেকে বাংলাদেশের গণমাধ্যমে পাঠানো ই-মেইল বার্তায় কমরেড ডা: জাফরুল্লাহ চৌধুরীকে অন্তিম রক্তিম অভিনন্দন জানিয়েছেন।
গত মঙ্গলবার ১১ এপ্রিল রাত ১১টার দিকে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের যোদ্ধা বন্ধু সবার বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান ।
লেখক :  অভিজিৎ মজুমদার ,ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক।

 
       
       
      



 অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
    অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক     বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
    বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা     পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর
    পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর     মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে
    মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে     গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
    গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা     রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
    রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক     নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
    নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন     ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
    ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প     ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
    ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর     নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস
    নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস