সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে মোশতাক সভাপতি ও সাইফুল সম্পাদক নির্বাচিত
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে মোশতাক সভাপতি ও সাইফুল সম্পাদক নির্বাচিত
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল গতরাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে শেষ হয়েছে। কাউন্সিলে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।
কমিটির সদস্যদের নামের তালিকা নিম্নরুপ : সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সহসভাপতি আবু হাসান টিপু ,মাহমুদ হোসেন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক মোহাম্মদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, প্রচার ও প্রকাশণা সম্পাদক কবি জামাল সিকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক শহীদুল আলম নান্নু , অর্থ সম্পাদক উসমান গণি, স্বেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ আলী, আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ শিমুল,সদস্য রাশিদা বেগম, অরবিন্দু বেপারি বিন্দু, হেলিম সরদার, নাঈম খান, আকরাম হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ মারুফ হোসেন ও মুরাদ হোসেন।
বাকি সদস্যদেরকে পরবর্তীতে কো - অপ্ট করা হবে।
কাউন্সিল অধিবেশনে শ্রমিক আন্দোলনের দাবিনামা গ্রহণ করা হয়।
কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সম্পর্কেও দিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিলে গৃহীত এক প্রস্তাবে শ্রমিকদের বাঁচার মত মজুরিসহ ন্যুনতম অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন এখনও জনআস্থা অর্জন করতে পারেনি
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন