মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার
ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ”উপজেলা পর্যায়ে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ অক্টোবর দুপুর দেড়টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের বীরমুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রক্ত সঞ্চালনের সময় রক্ত দাতার সঠিক পরিচয় নিশ্চিত হওয়া আবশ্যক। সুনির্দিষ্ট কারন ও চাহিদাপত্র ব্যতীত যত্র রক্ত পরিসঞ্চালন করা যাবে না। সরকার অনুমোদিত কেন্দ্র ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে ক্রসম্যাচিং গ্রহনযোগ্য নয়। এছাড়া নিরাপদ রক্ত সঞ্চালন আইন- ২০০২ সঠিক ভাবে মেনে চলার জন্য নির্দেশনা রয়েছে।
সেমিনারে বাংলাদেশের ঔষধ বাজারজাত ও প্রস্তুতকারী কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেডের সার্বিক সহযোগিতায় নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. সাদ শামস্।
এ সময় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নূর ই আজমেরী ঝিলিক, মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. শামীম উদ্দিন মাসুম, অপসোনিন ফার্মা-এর রিজিওনাল ম্যানেজার ফরহাদ হোসেন, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ নুরুন নবী নয়ন, এরিয়া ম্যানেজার, এম.পি.ও, হাসপাতালের নার্স, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ