বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত ব্যক্তি ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ।
নিহতের পরিবার ও আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে ঋণগ্রস্থ ছিলেন। এ নিয়ে তার স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যতা চলছিল। এসব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে। তার মা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহান বলেন, সকাল ১০ টায় ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।





পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ