মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভা কাল
বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভা কাল
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১২ জুন ২০২৪ বুধবার সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে “বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ” শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক হাকিম, গণ - অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, আর এক অংশের মিয়া মসিউজ্জামান, এবি পার্টির মহাসচিব মুজিবুর রহমান মঞ্জু, এলডিপি, ১২ দল, সমমনা জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতান্ত্রিক বাম ঐক্য সহ বিরোধী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ।