শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১০ ●   পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদরাসা’র অভিভাবক সমাবেশ ●   সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা : অস্ত্রসহ হামলাকারী আটক ●   মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেলো ব্যবসায়ী অহিদুন্নবী’র ●   মে দিবসে সবাই শ্রমিকের পক্ষে বলে, কিন্তু তাদের অধিকার দেয়না ●   গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ●   দেশকে কল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি : খায়রুজ্জামান ●   রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে ●   রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের আগুনে মুরগির খামার পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   মাদক আশক্ত সন্তান তার পিতা মাতার উপর হামলা ●   জরুরী অবস্থাতেও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যাবেনা ●   ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত ●   নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার ●   জনশুমারি ও গৃহগণনায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম সংযুক্ত করার আবেদন ●   ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা ●   রাবিপ্রবি’তে পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ●   ফটিকছড়িতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন শিক্ষক গ্রেফতার ●   নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে ●   ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার ●   রাঙ্গুনিয়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মুলক ক্যাম্পেইন ●   কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক ●   বেতবুনিয়ায় পিকাপ ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত- ৫ আহত- ২ ●   বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক ●   রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ●   তথ্য চাওয়ায় মসিকের প্রকৌশলী কর্তৃক সাংবাদিকদের গালাগালি ●   সাংবাদিক কামরুজ্জামানের সুস্থতা কামনা করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম ●   রাঙামাটির কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার ●   স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ●   পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
রাঙামাটি, শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অবৈধভাবে মাদ্রাসার অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অবৈধভাবে মাদ্রাসার অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে অবৈধভাবে মাদ্রাসার অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসায় অবৈধভাবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অবৈধভাবে নিয়োগের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ নিয়ে ২ জন বাদী হয়ে বিজ্ঞ ঘোড়াঘাট সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন।
গত রবিবার মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও চাকুরী প্রার্থী গোলাম রব্বানী বাদী হয়ে অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি আহসানুল হাবিব সহ ১৩ জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দায়ের ও মামলা চলাকালে নিয়োগ স্থগিত করে বিবাদীগণের বিরুদ্ধে অন্তবর্তীকালীন ও অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দানের আবেদন করেন।
মামলার আর্জি সূত্রে জানা গেছে, বিধিমালা অনুযায়ী উক্ত মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ থাকায় গত ২৭/১২/২০২২ইং তারিখে দৈনিক সমকাল ও স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে গোলাম রব্বানী সহ ১৫ জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীগণের আবেদন যথারীতি যাচাই-বাছাই করে গোলাম রব্বানীকে চাকুরী দিবেন মর্মে গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সভাপতি আহসানুল হাবিব মাদ্রাসার উন্নয়নকল্পে ৮ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সভাপতি আরও টাকা দাবী করলে চাকুরী প্রার্থী গোলাম রব্বানী তা দিতে অস্বীকৃতি জানায়। এতে সভাপতি তার মনোবাসনা পূরণে ব্যর্থ হয়ে নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত করে। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ায় ২য় বার বিজ্ঞপ্তি প্রকাশ করেও মনোবাসনা পূরণে ব্যর্থ হয়ে পূর্বের আবেদনকারীর আবেদন করার আবশ্যকতা নেই জানিয়ে গত ২৪/০১/২০২৪ইং তারিখে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় তৃতীয়বারের ন্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
সভাপতি আহসানুল হাবিব একজন রাজনৈতিক দলের দলের সদস্য হওয়ায় নিজেকে প্রভাবশালী ব্যক্তি মনে করে তার সিদ্ধান্তে মনোনীত প্রার্থী নির্বাচিত করা হবে বলে আবেদনকারী প্রার্থীগণের আবেদন যাচাই-বাছাই করার পূর্বেই গভর্নিং বডির সম্মুখে জানিয়ে দেয়। এমতাবস্থায় সভাপতির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার দিতির নিকট থেকে কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আর্থিক লাভবানের পর অধ্যক্ষের মাধ্যমে গভর্নিং বডির সভা আহ্বান করেন। সভায় নাদিরা আক্তার দিতিকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ে বিবেচনা না করে নামমাত্র কয়েকজনের আবেদন সঠিক মর্মে বিবেচনা করেন। যাচাই-বাছাইয়ে অন্যান্য প্রার্থী সহ বাদী গোলাম রব্বানীকে বিবেচনা না করায় আইনগত অধিকার থেকে বঞ্চিত ও তার অপূরণীয় ক্ষতি হয়েছে।
অপরদিকে মোকদ্দমার বাদী ও গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে অবৈধভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা হলে তিনি বিষয়টি জানতে পেরে বাঁধা দিলে সভাপতি তার বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা করেন। সভাপতির একক সিদ্ধান্ত ও অন্যায় ক্ষমতাবলে নিয়োগ সম্পন্ন হলে মাদ্রাসার অপূরণীয় ক্ষতি ও যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হবে মর্মে বাদীদ্বয় প্রতিকার প্রার্থনা করে আদালতে মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে বিবিদীগণকে নিয়োগ কার্যক্রম স্থগিত ও জবাব দাখিলের জন্য আদেশ দেন।

এ ব্যাপারে কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসার সভাপতি আহসানুল হাবিবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মামলার আর্জিতে তাদের মনগড়া বক্তব্য দেওয়া হয়েছে। টাকা লেনদেন তো দূরে থাক নিয়োগের জন্য আবেদন পর্যন্ত তারা করেননি। যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে আমরা তৃতীয়বারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। একটি গ্রুপ প্রতিহিংসামূলক ভাবে আমার সাথে দ্বন্দ্ব করে আসছে। মূলত আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আগের সভাপতির পক্ষের লোকজন দ্বন্দ্বে জড়িত হয়েছে। আমি সমন হাতে পেয়েছি, আমরা যথাসময়ে এর জবাব দাখিল করবো।





আর্কাইভ