রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে আওয়ামী লীগের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন
কাউখালীতে আওয়ামী লীগের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ। ২৩ জুন-২০২৪ রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ক্যাজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংচাপ্রু মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামশু দোহা চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম চৌধুরী, সদস্য রঞ্জন মনি চাকমা।
পরে প্রধান অতিথি কেক কেটে দলের ৭৫ তম জন্মদিন পালন করেন।





মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
মানিক মিয়া এভিনিউয়ে দেশনেত্রীর জানাজায় রাঙামাটি থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ
বাঙ্গালহালীয়তে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত