রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে আওয়ামী লীগের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন
কাউখালীতে আওয়ামী লীগের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ। ২৩ জুন-২০২৪ রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ক্যাজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংচাপ্রু মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামশু দোহা চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম চৌধুরী, সদস্য রঞ্জন মনি চাকমা।
পরে প্রধান অতিথি কেক কেটে দলের ৭৫ তম জন্মদিন পালন করেন।





রাঙামাটি নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়
রাঙামাটিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
কাউখালীর আওয়ামীলীগের ৫ নেতা আটক : জামিন নামন্জুর জেলহাজতে প্রেরণ