শিরোনাম:
●   ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১ ●   আরিচা ঘাটের সেকাল আর একাল ●   কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন ●   বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর ●   ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ ●   খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ ●   আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ●   মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত ●   ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ●   টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি ●   ওসমান হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ ●   পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা ●   পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী ●   রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা ●   মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান ●   পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত ●   মানিক মিয়া এভিনিউয়ে দেশনেত্রীর জানাজায় রাঙামাটি থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ ●   ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত ●   বাঙ্গালহালীয়তে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত ●   চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী ●   ঝালকাঠির দুই আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা ●   খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ●   বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক ●   অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন ●   রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বিষয়ক অবহিতকরণ সভা ●   সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ●   এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রাঙামাটি, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার ৩ জানুয়ারি ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটের দিকে মঠবাড়িয়া- কাঁঠালিয়া পাকা সড়কের ব্রীজ ঢালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন ও এসআই (নিঃ) মো. হারুনার রশিদ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মনির হোসেন (৩৫), পিতা- মো. হারুন অর রশিদ @ বাদশা হাওলাদার, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-উত্তর নেয়ামতপুরা, ওয়ার্ড নং-০৫, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি।

আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বিনামুল্যে বই ও শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি :: ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এ আয়োজন করা হয়। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ঝালকাঠির শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিআালক ফয়সাল রহমান জসিম ও পরিচালনা করেন উন্নয়ন কর্মী আজমীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উন্নয়নে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বই ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ তাদের শিক্ষা গ্রহণে উৎসাহ জোগাবে এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ বলতলা গ্রামে মো. রুহুল আমীন মুন্সী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ৪ জানুয়ারি সকালে বাড়ির পাশে একটি রেন্ট্রি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমীন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ওয়ালটন থেকে সুরক্ষা সহায়তা পেলো মৃত শাহ আলমের পরিবার

ঝালকাঠি :: ঝালকাঠিতে ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী বিকনা গ্রামের মৃত শাহ আলম হাওলাদারের পরিবারকে একলক্ষ টাকা আর্থিক সুবিধা প্রদান করেছে দেশের সর্বৃবহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য বিক্রয় এবং সেবা প্রদানকারি প্রতিষ্ঠান ‘ওয়ালটন প্লাজা’।

রবিবার ৪ জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিক ভাবে মৃত শাহআলমের স্ত্রী সীমা বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ -ওসি মো. ইমতিয়াজ আহমেদ, কোম্পানীর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো. সালেহ আহমেদ এবং রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আরাফাত হোসেন।

এ সময় ওয়ালটন প্লাজা ঝালকাঠি সদর ব্রাঞ্চের ম্যনেজার মো. ইয়ামিন আহম্মেদ এবং কলেজ মোড় ব্রাঞ্চের ম্যানেজার আল আমিন সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ষ্টাফ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

ওয়ালটন প্লাজার থেকে দেয়া তথ্য বলছে, “ঝালকাঠির বিকনা গ্রামের ৫০ বছর বয়সী শাহ আলম হাওলাদার ওয়ালটন থেকে ২০২৫ সালের ২১ অক্টোবর ৬৭ হাজার ৪৭৭ টাকা মুল্যের একটি টিভি কিস্তিতে ক্রয় করেন। এবং তিনি কিস্তি সুরক্ষা কার্ড গ্রহন করেন।

প্রথমে ৬ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পরের মাসে নিয়ম অনুযায়ী সারে চার হাজার টাকা প্রথম একটি কিস্তি পরিশোধ করে ৫৬ হাজার ৯৭৭ টাকা বকেয়া রেখে ৩ ডিসেম্বর হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু বরণ করেন শাহআলম।

তবে মৃত শাহ আলম কোম্পানির কিস্তি সুরক্ষা কার্ডধারী হওয়ায় তার পরিবারকে গুনতে হয়নি বকেয়া টাকা। মৃত গ্রাহকের পরিবারদের সমুদয় বকেয়া কিস্তির টাকা মওকুফ করে আরো ৪৩ হাজার টাকা নগদ দেয়া হয় কিস্তি সুরক্ষা কার্ডধারী পরিবারটিকে।

কোম্পানীর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো. সালেহ আহমেদ বলেন, ‘ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির’ আওতায় সুরক্ষা কার্ডধারী গ্রাহকের পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই সুরক্ষা নীতির আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড প্রদান করা হয়। ক্রয়কৃত পণ্যমূল্যের ভিত্তিতে কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও সুরক্ষা কার্ডধারীর মৃত্যুকালীন সময়ে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকাও মওকুফ করে দিচ্ছে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)