বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা স্বপ্নের খৈয়াছড়ার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বপ্নের খৈয়াছড়া সামাজিক সংগঠনের উদ্যোগে এক অসহায় মায়ের চিকিৎসার জন্য ভুক্তভোগীর বাড়িতে গিয়ে নগদ ৫ হাজার টাকার এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ জাহেদ’র উদ্যোগে এই সহযোগিতা প্রদান কার্যক্রমটি সম্পন্ন হয়।
সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ জাহেদ, সহসভাপতি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আহমেদ, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক নুরুল ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহরুখ খান।
উল্লেখ্য, অসহায় ওই মায়ের পরিবারে এক মেয়ে ছাড়া আর কেউ নেই। তার চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর স্বপ্নের খৈয়াছড়া সংগঠন তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ায়।সহযোগিতা প্রাপ্ত ব্যক্তির জরায়ু’তে টিউমার সাদৃশ্য দেখা গেছে।
স্বপ্নের খৈয়াছড়া সংস্থা বিশ্বাস করে-মানুষ মানুষের জন্য। অতীতের মত ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের সভাপতির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।





চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত