মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » কৃষি বাজারসহ কৃষি ও গ্রামীণ অর্থনীতির সংস্কারও শুরু করুন : সাইফুল হক
কৃষি বাজারসহ কৃষি ও গ্রামীণ অর্থনীতির সংস্কারও শুরু করুন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দুই মাসের হানিমুন পিরিয়ডের পর এখন অন্তর্বর্তী সরকারকে আসল কাজে নেমে তাদের সাফল্য দেখানো প্রয়োজন। জনপ্রত্যাশা অনুযায়ী গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে সরকারকে দৃঢ়চিত্ত ভূমিকা গ্রহণ করা দরকার।
তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান জবাবদিহিমূলক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি করেছে এবার কোনভাবেই তা বিনষ্ট করা যাবেনা।রাজনৈতিক দলসহ সকল অংশীদারদের নিয়ে অন্তর্বর্তী সরকারকে এই সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে পুলিশ বাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে পেশাদারী দায়িত্বশীলতা ও দক্ষতায় পুনর্গঠনের কার্যকরি উদ্যোগ নেয়া দরকার। তিনি বলেন, বিশেষ কোন দলীয় আআনুগত্যের ভিত্তিতে নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব বাহিনী নতুন নিয়োগ নীতি প্রনয়ণ করা প্রয়োজন।
তিনি শিল্প অর্থনীতির সংস্কারের পাশাপাশি কৃষি বাজারসহ কৃষি ও গ্রামীণ অর্থনীতির সংস্কারের কাজ শুরু করতেও সরকারের কাছ্র দাবি জানান।তিনি কৃষি বাজার থেকে ফডিয়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব বন্ধে ব্যবস্থা নেবার দাবি জানান।
মানিকগঞ্জের সিংগাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক ও কর্মীদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির মানিকগঞ্জ জেলার প্রবীণ নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মানিকগঞ্জ জেলা সংগঠক কুতুবউদ্দিন, শাহজাহান সিকদার, হারুন অর রশীদ, নুরুল ইসলাম দেওয়ান, আব্দুল লতিফ, রাজা মিয়া, আব্বাস আলী, পারুল আকতার,বিউটি বেগম ও ইসমাইল হোসেন প্রমুখ।





আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু