সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-১ : আটক-১
রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-১ : আটক-১
রাজু :: রাঙামাটি জেলা শহরের কে কে রায় সড়ক এলাকায় ছুরিকাঘাতে সুমন চাকমা (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ছুরিকাঘাতের ঘটনায় মো. খোকন নামের একজনকে আটক করা হয়েছে এবং তাকে রাঙামাটি কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।
এদিকে, আহত সুমন চাকমাকে গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে মাদক সংক্রান্ত বিরোধ নিয়ে সুমন চাকমা ও খোকন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেই বিরোধের জেরে তাদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে ছুরিকাঘাতের শিকার হন সুমন চাকমা। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় খোকনও মাথায় আঘাত পেয়েছেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
কোতোয়ালি থানার এক উপপরিদর্শক (এসআই), নাম প্রকাশ না করার শর্তে, জানান, আহত সুমন চাকমার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করা হবে।
এ ঘটনার পর কিছু একটি মহল উসকানিমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসনের সক্রিয় তৎপরতায় এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে সকলকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মো. খোকন রাঙামাটি শহরের চিহৃত একজন মাদক ব্যবসায়ী। সুমন চাকমা পেশায় একজন ড্রাইভার।
মামলার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়