

শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নয়াপাড়া কৃষি কল্যান সমিতির পূর্ণমিলনী
নয়াপাড়া কৃষি কল্যান সমিতির পূর্ণমিলনী
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া কৃষি কল্যান সমবায় সমিতি লিঃ এর পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার মিরিং চর এলাকায় প্রাকৃতিক পরিবেশে এই পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন ও প্যানের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বাদশা প্রমূখ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষকদেরকে তামাক বর্জন করে বিভিন্ন অর্থকরি ফসল চাষে উৎসায়িত করেন। তিনি বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ইতিমধ্যে দীর্ঘমেয়াদি চাষের আওতায় কিছু প্রকল্প গ্রহন করেছে। তার মধ্যে কফি, কাজু বাদাম ও বিভিন্ন প্রজাতীর বাঁশ উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে লামা ও আলীকদম দুই উপজেলা ৬শ কৃষকের মাঝে দুই লক্ষ চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসে এসব চারা বিতরণ করা হবে। সুতরাং আপনারা দীর্ঘস্থায়ী ও টেকসই অর্থণীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি। এছাড়াও ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন সমিতির জন্য জমি প্রাপ্তি সাপেক্ষে একটি স্থায়ী ভবন নির্মান করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা ও প্রতিকুলতার কথা উল্লেখ করে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানান।