বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ে “সু-শাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিস( পিআইডি) এর আয়োজনে ও কাপ্তাই তথ্য অফিস এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান এতে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।
কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্যে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং সহ আরো অনেকে। এতে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সরকারি কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন