বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং ঢাকা -১২ আসনে সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক আজ বৃহস্পতিবার গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতকাল রাত ৮.৩০ সময় তেজগাঁও থম এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে চলে গেল ও জনগণের সামনে দিয়ে পালিয়ে গেল তা অবিশ্বাস্য ঘটনা । এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ইংগিত দেয়।তিনি বলেন, এর আগে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ তেমন কোন ভূমিকা পালন করে নাই। মাস ঘুরতে না ঘুরতেই আবারো রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ঘটনা প্রমাণ করে যে দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোন শিক্ষা গ্রহণ করে নাই। তিনি বলেন আর মাত্র মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন, এই মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ, উৎকন্ঠার জন্ম দিয়েছে। এখনি যদি এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী নির্বাচনে মানুষ স্বস্তিতে, নিরাপদে ভোট দিতে পারবেন কিনা এ ব্যাপারে গভীর সন্দেহ রয়েছে।
তিনি আরো বলেন, হত্যাকারি যে বা যারাই হোক না কেন সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে এটা আমরা দেখতে চাই , দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিনি মোসাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পাশাপাশি ১২ আসনের সকল জনগণ এবং সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করতে আহ্বান জানান।
আজ বিকালে তিনি কাওরান বাজারে আম্বরশাহী মসজিদে মরহুম আজিজুর রহমান
মোসাব্বিরের জানাযায় অংশগ্রহণ করেন।





প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা