শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » নাটোর » বাইসাইকেলে দেশ ভ্রমণকারী আজিজ এখন বড়াইগ্রামে
বাইসাইকেলে দেশ ভ্রমণকারী আজিজ এখন বড়াইগ্রামে

নাটোর প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ)
বিশ্ব সবুজায়নের স্বপ্নে ‘গাছ লাগান, দেশ বাঁচান, পরিবেশ রক্ষা করুন’ শ্লোগানে বাইসাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার আব্দুল আজিজ মাতব্বর ৷ শুক্রবার এ সফরে তিনি নাটোরের বড়াইগ্রামে আসেন ৷ এ সময় তিনি বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৷ বুধবার ফতুল্লার ধর্মগঞ্জ থেকে একা বাইসাইকেলে রাজশাহী বিভাগ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন আজিজ ৷ আজিজ ধর্মগঞ্জের উজিড় আলীর ছেলে ৷ তিনি মাত্র ৯ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ধর্মগঞ্জ শাহীন কোল্ড ষ্টোর এলাকায় সামান্য মোবাইল রিচার্জের ব্যবসা করেন৷ ব্যাক্তি জীবনে অবিবাহিত আব্দুল আজিজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ৷ স্বল্প শিক্ষিত আর স্বল্প আয় হলেও আজিজ স্বপ্ন দেখেন সবুজ পৃথিবীর ৷ যেখানে থাকবে সবুজে ঘেরা মুক্ত হাওয়ার নির্মল পরিবেশ ৷ বিশুদ্ধ বাতাস আর ছায়া ঘেরা সবুজ পরিবেশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এ আশায় সাইকেলে দেশ ভ্রমণের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজ উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপণ করে চলেছেন ৷ এর আগে একই দাবীতে তিনি গত বছরের আগষ্ট মাসে চট্টগ্রাম বিভাগের কঙ্বাজার জেলার টেকনাফ পর্যন্ত সাইকেল ভ্রমণ করেন ৷ সামান্য মোবাইল রিচার্জের দোকানের আয়ের সবটুকুই তিনি খরচ করছেন তার এ স্বপ্নের পেছনে ৷ দেশের সবগুলো বিভাগ ভ্রমণ শেষে সবুজ বিশ্বায়নের শ্লোগানকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাই সাইকেলে সৌদি আরব ভ্রমণের ইচ্ছা আছে তার ৷





ভাত ও ভোটের অধিকার রক্ষায় এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : টিপু
রাজপথের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানই এখন সরকার পরিবর্তনের একমাত্র পথ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাটোর জেলা কমিটির বর্ধিত সভা
মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
শিল্প চৈতন্যবোধে হতদরিদ্র মদন কুমার বিদ্যাচর্চার এক সংগ্রামী নায়ক
কলেজ শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিক
বাগদাফার্মের ঘটনায় জাতীয় আদিবাসী পরিষদের আহবানে দেশের বিভিন্ন জেলায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন