শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » নাটোর » বড়াইগ্রামের পুনঃনির্বাচনের দাবীতে মানববন্ধন
বড়াইগ্রামের পুনঃনির্বাচনের দাবীতে মানববন্ধন

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মিঃ) ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগে গত ২৮ মে অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউপি নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনঃনির্বাচনের দাবী জানিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকেরা ৷ শুক্রবার সকালে চান্দাই ইউনিয়নের গাড়ফা ননীর বাজারে আয়োজিত মানববন্ধন ও বিৰোভ সমাবেশে এ দাবী জানান তারা মানববন্ধনকালে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আসাদুজ্জামান রঞ্জু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ওয়ার্ড মেম্বার মুকুল সরকার, আওয়ামীলীগ নেতা হাসিনুর রহমান, সোনাউল্লাহ ও সকিরউদ্দিন বক্তব্য রাখেন৷ এ সময় বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেয়ায় নির্বাচন সংশিস্নষ্ট কর্মকর্তারা ষড়যন্ত্রমুলকভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন৷ নৌকায় ভোট দেয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা স্কুল শিৰকসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে আহত করেছে৷ বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে ৷ প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ দেড় শতাধিক নেতাকর্মী৷ বক্তারা অবিলম্বে পুনঃনির্বাচনের দাবীসহ এসব হামলা-মারপিট বন্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান ৷ ইতোঃপূর্বে গত বুধবার একই দাবীতে সংবাদ সম্মেলন করেন পরাজিত প্রার্থী আওয়ামীলীগ নেতা আতাউর রহমান জিন্নাহ ও তার সমর্থকেরা ৷ তবে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, আমার জানা মতে নির্বাচন সুন্দর ও সুষ্ঠ হয়েছে ৷ জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে বলেই ৫টি ইউনিয়নের মধ্যে তিনটিতে জিতলেও অন্য দুটিতে নৌকা হেরেছে ৷ না হলে সবকটিতেই জয়ী হতো ৷





ভাত ও ভোটের অধিকার রক্ষায় এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : টিপু
রাজপথের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানই এখন সরকার পরিবর্তনের একমাত্র পথ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাটোর জেলা কমিটির বর্ধিত সভা
মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
শিল্প চৈতন্যবোধে হতদরিদ্র মদন কুমার বিদ্যাচর্চার এক সংগ্রামী নায়ক
কলেজ শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিক
বাগদাফার্মের ঘটনায় জাতীয় আদিবাসী পরিষদের আহবানে দেশের বিভিন্ন জেলায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন